রোববার (১৫ সেপ্টেম্বর) মাউশির এক চিঠিতে সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ এবং পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানকে দায়িত্ব দিয়ে এ বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
মাউশির চিঠিতে প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শনের পর অভিযোগগুলো তদন্ত করে সুস্পস্ট মতামতসহ আগামী দশ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চিঠির পরিপ্রেক্ষিতে মাউশি এ নির্দেশ দিয়েছে বলেও চিঠিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
এমআইএইচ/ওএইচ/