মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংসদের সাধারণ সম্পাদক নবনীতা কর্মকার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর দুই দিনব্যাপী ‘মাভৈঃ আবৃত্তি উৎসব ২০১৯’র আয়োজন করা হয়েছে।
উৎসবের ১ম দিন বেলা দেড়টায় আনন্দ শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। পরে বেলা সাড়ে ৫টায় কেন্দ্রীয় মিলনায়তনে আবৃত্তি সংসদের যৌথ প্রযোজনায় শ্রুতিনাটক ‘সময়ের আর্তনাদ’, ও মৌলিক প্রযোজনায় শ্রুতি নাটক ‘সেই দিন’ এবং আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনা অনুষ্ঠিত হবে।
উৎসবের দ্বিতীয় দিন বিকেল সাড়ে ৫টায় একই স্থানে আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনা, ও মাভৈঃ আবৃত্তি সংসদের সাবেক সদস্যদের পরিবেশনা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এইচএন/এইচজে