ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে ডিন কার্যালয় ঘেরাওয়ে ছাত্রলীগের বাধা, হাতাহাতি

ঢাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
ঢাবিতে ডিন কার্যালয় ঘেরাওয়ে ছাত্রলীগের বাধা, হাতাহাতি শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের ধাক্কাধাক্কি, আহত আসিফ (ডানে)। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: লিখিত পরীক্ষা ছাড়া ভর্তি হয়ে ডাকসুর নেতা হওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন কার্যালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে ছাত্রলীগ। এসময় দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে, শিক্ষকরা এসে পরিস্থিতি শান্ত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১৮ সেপ্টেম্বর) ‘দুর্নীতির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়’ ব্যানারে সাধারণ শিক্ষার্থী, কোটা সংস্কার আন্দোলনকারী, প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা মিছিল সহকারে ডিন কার্যালয় ঘেরাওয়ের জন্য বাণিজ্য অনুষদের দিকে যান। এর আগেই সেখানে সব নিয়ম বহালের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

দুপুর পৌনে ১টার দিকে ডিন কার্যালয়ের মুখোমুখি অবস্থান নেয়  দু’পক্ষ। এসময় তাদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে আসিফ মাহমুদ নামে এক শিক্ষার্থী চোখের নিচে আঘাত পান। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে আন্দোলনকারীরা মিছিল সহকারে প্রক্টরের কার্যালয়ের দিকে চলে আসেন। অন্যদিকে, ছাত্রলীগের নেতাকর্মীরা বাণিজ্য অনুষদে অবস্থান নেন।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান বাংলানিউজকে বলেন, ছাত্রলীগ বরাবরের মতো আমাদের কর্মসূচিতে হামলা করেছে। আমরা সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করবো। হামলাকারীদের অধিকাংশই ডাকসুর জিএস ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী বলে অভিযোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯ (আপডেট: ১৪১০ ঘণ্টা)
এসকেবি/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।