ওই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে সাময়িক বহিষ্কার করাকে কেন্দ্র করে আন্দোলনের জেরে শিক্ষার্থীদের ওপর শনিবার (২১ সেপ্টেম্বর) হামলার ঘটনা ঘটে। এ ঘটনার জেরে সহকারী প্রক্টর হুমায়ুন কবীর পদত্যাগ করেছেন।
শনিবার শিক্ষা উপমন্ত্রী মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইনকে তদন্তের নির্দেশ দেন বলে বাংলানিউজকে জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের।
গত ১১ সেপ্টেম্বর বশেমুরবিপ্রবির আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও ক্যাম্পাস সাংবাদিক ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিষ্কার করলে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠেন। পরে জিনিয়ার বহিষ্কারাদেশ তুলে নিলেও ভিসির পদত্যাগের দাবিতে অন্দোলন করতে থাকেন শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
এমআইএইচ/টিএ