সোমবার (৭ অক্টোবর) বিকেলে ক্যাম্পাস এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ফাহাদ হত্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, দেশবিরোধী কোনো কিছু নিয়ে প্রতিবাদ করলে বা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মতামত প্রকাশ করলে কেন কাউকে মার খেতে হবে? কেন কাউকে জামাত-শিবির ট্যাগ দেওয়া হবে? তাহলে কী দেশের স্বার্থবিরোধী কোনো কিছুর প্রতিবাদ করা যাবে না।
শিক্ষার্থীরা অবিলম্বে ফাহাদ হত্যাকাণ্ডের বিচার ও আগামীতে এ ধরনের ঘটনা বন্ধে যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানায়। এতে বিভিন্ন বিভাগের অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
এমআরএম/এইচজে