বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বুয়েটের শহীদ মিনার চত্বরে পূর্বঘোষিত মোমবাতি প্রজ্বলন কর্মসূচি শুরু হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা শহীদ মিনার চত্বর থেকে মৌন মোমবাতি মিছিল নিয়ে বুয়েট ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই জায়গায় ফিরে আসেন।
ফাহাদ হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনকারীরা বলেন, বুধবার (৯ অক্টোবর) সকালে আমরা সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছিলাম, সন্ধ্যা ৭টায় ফাহাদ স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও মিছিল করা হবে। আন্দোলনের সেই ধারাবাহিকতায় এ কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা চাই, শিগগিরই দাবি মেনে নিয়ে ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে।
এসময় দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
আরকেআর/একে