বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা পৌনে ১২টায় আন্দোলনকারী শিক্ষার্থীরা বুয়েট শহীদ মিনার চত্বরে সংবাদ সম্মেলনে একথা জানান।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, দাবি না মানলে আমরা বাধ্য হবো ১৪ তারিখ যেন কোনো ভর্তিপরীক্ষা না হয় তার ঘোষণা দিতে।
শিক্ষার্থীরা বলেন, আমরা আশা করছি একাডেমিক কাউন্সিল ভর্তি পরীক্ষার বিষয়ে একটি অফিসিয়াল স্টেটমেন্ট দেবে। কারণ আমরা চাই না দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা কোনো ধরনের সমস্যায় পড়ুক।
সংবাদ সম্মেলনে বলা হয়, শিক্ষার্থীদের ১০ দফা দাবি বিষয়ে প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো কিছু অবহিত করা হয়নি যা অত্যন্ত দুঃখজনক।
সেই সঙ্গে বুধবার (৯ অক্টোবর) কুষ্টিয়ায় ফাহাদের পরিবারের ওপর ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানানো হয়।
বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
আরকেআর/এএ