বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা পৌনে ১২টায় ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ কথা জানান।
তারা বলেন, বুয়েটছাত্র আবরার ফাহাদের হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকা হবে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, বুয়েটের উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলামকে শুক্রবার (১১ অক্টোবর) বেলা দুইটার মধ্যে শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হয়ে জবাবদিহি করতে হবে। অন্যথায় ওইদিন থেকে বিশ্ববিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হবে।
এ সময় আবরার ফাহাদ হত্যার বিচারসহ শিক্ষার্থীদের ১০ দফা দাবি পুনর্ব্যক্ত করা হয়। এসব দাবিতে এখন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা।
পড়ুন>>দাবি না মানলে সব প্রশাসনিক কার্যক্রম বন্ধের ঘোষণা
তারা বলছেন, ১০ দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
শিক্ষার্থীরা বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সবাই আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তাই বুয়েটের পরিবেশ নিরাপদ করতে আমাদের এ আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প নেই।
শিক্ষার্থীদের ১০ দফা দাবির মধ্যে আবরার ফাহাদের খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, সিসিটিভির ভিডিও ফুটেজে শনাক্ত খুনিদের বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা, বুয়েট ক্যাম্পাসে সাংগঠনিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা উল্লেখযোগ্য।
গত অক্টোবর রাতে শেরে বাংলা হলে নিজকক্ষ থেকে ডেকে নিয়ে ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এতে বুয়েট ছাত্রলীগের একদল নেতা-কর্মীর নাম এসেছে। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে ফাহাদের বাবা বরকত উল্লাহ্ ঢাকার চকবাজার থানায় মামলা করেছেন।
মামলায় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
আরকেআর/এমএ