এবারে ৯টি ইউনিটের অধীনে ৩৪ বিভাগে সর্বমোট ২ হাজার ৭৪৫ জন (কোটাবাদে) শিক্ষার্থী ভর্তি করা হবেন। এ বছর ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য প্রায় ৪৮ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।
বিশ্ববিদ্যালয় জনসংযোগ কর্মকর্তা মাহবুবুল আলম জানিয়েছেন, ‘এ’ ইউনিটে ২২ হাজার ৩৩১ জন, ‘বি’ ইউনিটে ১২ হাজার ৯৯৯ জন, ‘সি’ ইউনিটে ২১ হাজার ১১৫ জন, ‘ডি’ ১৪ হাজার ৯৭৭ জন, ‘ই’ ইউনিটে ২৫ হাজার ৫৫৪ জন, ‘এফ’ ইউনিটে ১১ হাজার ৩৩২ জন, ‘জি’ ইউনিটে ১২ হাজার ৬৪২ জন, ‘এইচ’ ইউনিটে ৯ হাজার ২৯৩ জন, ‘আই’ ইউনিটে ৮৬৯ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে।
আগামী ১ নভেম্বর ‘এফ’ এবং ‘জি’, ২ নভেম্বর ‘ডি’ এবং ‘ই’, ৮ নভেম্বর ‘সি’ এবং ‘এইচ’, ৯ নভেম্বর ‘এ’, ‘বি’ এবং ‘আই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.bsmrstu.edu.bd -তে জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
এসএইচ