বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে ‘অন্যায়ের বিপক্ষে এবং উন্নয়নের পক্ষে জাহাঙ্গীরনগর’ ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা।
মোমবাতি প্রজ্জ্বলন শেষে অন্যায়ের বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে একটি ডমুমেন্টারি প্রদর্শন করা হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে প্ল্যাটফর্মটির মুখপাত্র অধ্যাপক আলমগীর কবির বলেন, আমরা আজ এই মোমবাতি প্রজ্জ্বলন করেছি। অন্ধকার দূর করে আলো ফোটানোর জন্য। এই অন্ধকার উন্নয়নের প্রতিবন্ধকার।
রাষ্ট্রপতির কাছে বিচার দিয়ে (আন্দালনকারীরা) ফায়সালা না আসা পর্যন্ত উপাচার্যের বিরুদ্ধে আবারও আন্দোলনে নামা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ, অধ্যাপক আহমেদ রেজা। এছাড়া অফিসার সমিতি, কর্মচারি সমিতি এবং কর্মচারি ইউনিয়নের নেতারাও উন্নয়নের পক্ষে বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
এএটি