তিনদিনের এই আয়োজনের শেষ দিনে (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এক কনসার্টের আয়োজন করা হয়। যেটি ছিল কার্নিভালের অন্যতম আকর্ষণ।
কিংবদন্তি এই শিল্পী একে একে গেয়ে শোনান ‘বিজলী, সুলতানা বিবিয়ানা, পাগলা হাওয়া, তারায় তারায়’র মতো জনপ্রিয় সব গান। এসময় তার কণ্ঠে কণ্ঠ মেলান কনসার্ট উপভোগ করতে আসা হাজারো শিক্ষার্থী। এছাড়া জেমসের আগে আইইউবি’র বিভিন্ন ব্যান্ড দলও এই আয়োজনে সঙ্গীত পরিবেশন করে।
এর আগে গত ২৩ অক্টোবর তিন দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মিলান পাগন। ডিভিশন অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের (ডোসা) উদ্যোগে আয়োজিত এই কার্নিভালে আইইউবি’র ৩৬টি ক্লাব অংশ নিয়েছে।
আইইউবির এই কার্নিভালের মিডিয়া সহযোগী হিসেবে ছিল কালের কণ্ঠ (অনলাইন)।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
এসএ/