ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

শিক্ষা

জেএসসি: রাজশাহীতে অনুপস্থিত ৫ হাজার, বহিষ্কার ৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৯
জেএসসি: রাজশাহীতে অনুপস্থিত ৫ হাজার, বহিষ্কার ৫

রাজশাহী: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার প্রথম দিনেই চার হাজার ৮২১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে অংশগ্রহণকারীদের মধ্যে পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২ নভেম্বর) বিকেলে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক দেবাশীষ রঞ্জন রায় এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, সকাল ১০টায় বাংলা প্রথমপত্রের পরীক্ষা শুরু হয়।

এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ৯১ জন। এরমধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ২ লাখ ৪৯ হাজার ২৭০ জন। ফলে চার হাজার ৮২১ জন পরীক্ষার্থী প্রথম দিনই অনুপস্থিত ছিল।

এরমধ্যে রাজশাহীতে ৮৪০, চাঁপাইনবাবগঞ্জে ৪০৯, নাটোরে ৫৭২, নওগাঁয় ৬৪১, পাবনায় ৮১৪, সিরাজগঞ্জে ৭৭৪, বগুড়ায় ৬৫০ ও জয়পুরহাটে ১২১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। এছাড়া প্রথম দিনে বহিষ্কৃত হওয়া পাঁচ পরীক্ষার্থীর সবাই পাবনা জেলার শিক্ষার্থী। এদিন রাজশাহী বিভাগের ২৫৯ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিকে, রাজশাহীতে জেএসসি পরীক্ষা শুরুর পর কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষাবোর্ড চেয়ারম্যান অধ্যাপক মোকবুল হোসেন। সকালে তিনি প্রথমে রাজশাহী কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। পরে সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ে যান। এসময় পরীক্ষার পরিবেশ সন্তোষ প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।