ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পরীক্ষার ফল প্রকাশ

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাসের হার ৭৬ দশমিক ০৫ শতাংশ।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০১৭ সালের মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) পরীক্ষায় সারাদেশে ১৫৭টি কলেজের এক লাখ ৩৮ হাজার ৬৬৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

এর মধ্যে এক লাখ পাঁচ হাজার ৪৫৫ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হারে যা ৭৬ দশমিক ০৫ শতাংশ।  

প্রকাশিত ফল মঙ্গলবার বিকেল ৫ টার পর যেকোনো মোবাইল নম্বর থেকে NU <স্পেস> MF <স্পেস> রোল নম্বর  লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।  

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও (www.nu.ac.bd I  www.nubd.info) ফল জানা যাবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।