ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

অনির্দিষ্টকালের জন্য বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
অনির্দিষ্টকালের জন্য বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, ছবি: বাংলানিউজ

ঢাকা: উপাচার্যবিরোধী চলমান আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (০৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ছেড়ে যেতেও নির্দেশ দেওয়া হয়েছে।

দুপুর ২টা ৫০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, সংকটের মুখে জরুরি সিন্ডিকেট সভা ডেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

এদিকে, এর প্রতিবাদে আবার আন্দোলন শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়টিতে। হঠাৎ করে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হবে কেন- এ প্রশ্নে বিশ্ববিদ্যালয়টির নতুন রেজিস্ট্রার ভবন থেকে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করেছেন। মিছিলটি নতুন করে উপাচার্য ফারজানা ইসলামের বাসভবন ঘেরাও করার উদ্দেশে অগ্রসর হচ্ছে। অপরদিকে আবার ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে আছে। সংঘর্ষের আশঙ্কা রয়েছে দুপক্ষের মধ্যে।

আরও পড়ুন>> জাবিতে আন্দোলকারীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৩৫

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।