মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট চার শিফটে কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারী সূত্রে জানা গেছে, এ বছর ‘বি’ ইউনিটে ১ হাজার ৬৫টি আসনের বিপরীতে ২৭ হাজার ৬৩২ জন শিক্ষার্থী আবেদন করেন।
পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. রাশিদ আসকারী, উপ-উপচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা বিভিন্ন কেন্দ্রসহ বিশ্ববিদ্যালয়ের গেটে অবস্থানরত অভিভাবক কর্নারও পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
এসআরএস