ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

উপাচার্যকে বরখাস্তে আচার্যের কাছে অনুরোধ আন্দোলনকারীদের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৯
উপাচার্যকে বরখাস্তে আচার্যের কাছে অনুরোধ আন্দোলনকারীদের সংহতি সমাবেশে জাবি শিক্ষকরা, ছবি: বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক শারমিন্দ নিলর্মী বলেছেন, প্রত্যেকটি লড়াই-সংগ্রামেই শাসকরা হামলা চালিয়ে এসেছে। এই উপাচার্যও তাই করেছেন। এর চেয়ে নিকৃষ্ট কাজ আর হতে পারে না। গতকালের হামলার পর উপাচার্যকে বরখাস্তের জন্য আচার্যের কাছে আমরা অনুরোধ জানাই।

বুধবার (০৬ নভেম্বর) জাবি উপাচার্য ফারজানা ইসলামের অপসারণের দাবিতে এবং আন্দোলনরতদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে অয়োজিত সংহতি সমাবেশে এ কথা বলেন তিনি। বিভিন্ন হল থেকে শিক্ষার্থী জমায়েত করে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়টির পুরাতন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সংহতি সমাবেশে মিলিত হন আন্দোলনকারীরা।

এতে দর্শন বিভাগের অধ্যাপক কামরুল আহসান বলেন, আমরা তাকে (উপাচার্য) তদন্ত কমিটি করার দাবি জানিয়েছিলাম। আমরা তিনমাস নিয়মতান্ত্রিক করে এসেছি। তাকে অর্থনৈতিক লেনদেনের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, এটা তাদের দলীয় বৈঠক ছিল।

তিনি বলেন, উপাচার্য মিথ্যাচার করলে তিনি স্বপদে বহাল থাকতে পারেন না। এমনকি শিক্ষক হিসেবেও বহাল থাকার বিষয়টি প্রশ্নবিদ্ধ।

এসময় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, ভিন্নমত প্রকাশ করায় ছাত্রলীগ হামলা চালিয়েছে। জাবির শিক্ষার্থীরা অতীতেও অন্যায়ের সঙ্গে আপস করেননি। ভবিষ্যতেও করবেন না। এটা দেশের জনগণকে আরেকবার জানান দেওয়ার সময় এসেছে।

শিক্ষার্থী তাজরীন ইসলাম তন্বী বলেন, উপাচার্য হামলার ঘটনাকে আনন্দের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন। যেটা আমাদের জন্য লজ্জার। আমরা ছাত্রীরা গতকাল তালা ভেঙে হলে প্রবেশ করেছি। আবার তালা ভেঙে আন্দোলনে যোগ দিয়েছি। উপাচার্য অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
*** পুলিশ পাহারায় বাসভবনে জাবি উপাচার্য
*** জাবির ২ হলে পানি-গ্যাস বন্ধ করে দেওয়ার অভিযোগ
*** বিক্ষোভ শুরু, ফের তালা ভেঙে অংশ নিলেন জাবি ছাত্রীরা
*** রাতের কর্মসূচি শেষ, বুধবার জাবিতে ফের আন্দোলন
*** ফের উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনকারীদের অবস্থান
*** হলের তালা ভেঙে বিক্ষোভে জাবি ছাত্রীরা
*** ছাত্রলীগের হামলাকে ‘গণ-অভ্যুত্থান’ বলে ধন্যবাদ জাবি ভিসির
*** জাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ ৪ জনের পদত্যাগ
*** জাবিতে ছাত্রলীগের হামলায় শাবিপ্রবি ছাত্রফ্রন্টের বিক্ষোভ
*** হঠাৎ বন্ধ ঘোষণায় বিপাকে জাবি শিক্ষার্থীরা
*** অনির্দিষ্টকালের জন্য বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
*** জাবিতে আন্দোলকারীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৩৫
*** অবরুদ্ধ ভিসি, জাবিতে মুখোমুখি অবস্থানে দুপক্ষ
*** বাসভবনে অবরুদ্ধ জাবি উপাচার্য
*** উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে 

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।