বুধবার (৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনের সংহতি সমাবেশ থেকে এ ঘোষণা দেন ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনকারীদের মুখপাত্র অধ্যাপক রায়হান রাইন।
তিনি বলেন, ছাত্রলীগের হামলার সময় প্রক্টরিয়াল টিম, শিক্ষক সমিতির সভাপতিসহ সবাই উপস্থিত ছিলেন।
এর আগে বিভিন্ন হল থেকে শিক্ষার্থী জমায়েত করে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে সংহতি সমাবেশে মিলিত হন। ওই সমাবেশে অর্থনীতি বিভাগের অধ্যাপক শারমিন্দ নিলর্মী বলেন, প্রত্যেকটি লড়াই-সংগ্রামেই শাসকরা হামলা চালিয়ে এসেছে। এই উপাচার্যও তাই করেছেন। এর চেয়ে নিকৃষ্ট কাজ আর হতে পারে না। গতকালের হামলার পর উপাচার্যকে বরখাস্তের জন্য আচার্যের কাছে আমরা অনুরোধ জানাই।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
এইচএ/