ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ববিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
জাবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ববিতে মানববন্ধন

বরিশাল: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের মহাসড়কে এ কর্মসূচির আয়োজন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ববির শিক্ষার্থী সুজয় শুভ, রাজু গাজী, আলিসা মুনতাজ, তারেক রহমান, আখতাতুজ্জামান সিয়াম, ফরহাদ হোসেন, সুজয় শুভ প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন, গত ৫ নভেম্বর জাবিতে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ আয়োজিত আন্দোলনে নৃশংস হামলা চালায় জাবি শাখা ছাত্রলীগ। তাদের সমর্থন করেছিল জাবি ভিসির অনুগত শিক্ষক মহল। ন্যাক্কারজনক হামলায় রক্তাক্ত হন ছাত্র-শিক্ষকসহ প্রায় ৩০ জন।  

এ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তারা বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ে কখনো কাম্য নয়। হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।  

এসময় বক্তারা হামলায় সমর্থন ও বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডকে উস্কে দেওয়ায় উপাচার্য ফারজানা ইসলামের পদত্যাগসহ হামলাকারী বাহিনীর উপযুক্ত শাস্তির দাবি জানান। পাশাপাশি তারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান সন্ত্রাস ও দখলদারিত্বমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান জানান।  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।