ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী ৮,২৪৯

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী ৮,২৪৯

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রে এখন বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ৮ হাজার ২৪৯ জন। এই সংখ্যা বিগত যে কোনো বছরের চেয়ে বেশি।

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ‘ওপেন ডোরস রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জ’-শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রিপোর্ট অনুযায়ী ২০১৮ সালের চেয়ে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ১০ শতাংশ বেড়েছে।

আর ২০০৯ সালের চেয়ে এই সংখ্যা তিনগুণ বেড়েছে।

সোমবার (১৮ নভেম্বর) ইন্টারন্যাশনাল এডুকেশন উইক উপলক্ষে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য জানিয়েছে।

১৮-২২ নভেম্বর যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর ও যুক্তরাষ্ট্রের শিক্ষা দপ্তর যৌথভাবে ইন্টারন্যাশনাল এডুকেশন উইক উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশি শিক্ষার্থীর হার যুক্তরাষ্ট্রে সবচেয়ে দ্রুত গতিতে বাড়ছে। ৮ হাজার ২৪৯ শিক্ষার্থীর মধ্যে গ্র্যাজুয়েট লেভেলের শিক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ২৭৮ জন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ৭৫ শতাংশই সায়েন্স, টেকনোলজি, ম্যাথমেটিকস ও  ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করছেন।

বাংলাদেশ সময়: ০৩২৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
টিআর/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।