বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়।
এতে বক্তব্য রাখেন ডাকসুর ভিপি নুরুল হক নুর, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আসিফ তালুকদার, পরিবহন সম্পাদক শামস ই নোমান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিবহন পরিষদের আহ্বায়ক মোবারক হোসেন প্রমুখ।
নুরুল হক বলেন, আমরা যখন নিরাপদ সড়ক আন্দোলন করেছি তখন তো কোনো বাস ভাঙচুর করিনি। এটি কোনো আন্দোলন নয়, এটি একটি নৈরাজ্য ছিল। আমরা জানি পরিবহন সেক্টরকে কারা অস্থিতিশীল করে।
মোবারক হোসেন বলেন, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে আবার হামলা করা হয় তাহলে আমরা শক্ত অবস্থানে যাবো।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়ে হামলাকারীদের যথাযথ শাস্তির ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
এসকেবি/এএ