ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফাজিল পরীক্ষার ফল প্রকাশ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
ফাজিল পরীক্ষার ফল প্রকাশ

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে ফাজিল (স্নাতক) দ্বিতীয় বর্ষ (অনিয়মিত), তৃতীয় বর্ষ পরীক্ষা-২০১৬ ও ২০১৭, চতুর্থ বর্ষ পরীক্ষা-২০১৬ এবং চতুর্থ বর্ষ মান উন্নয়ন পরীক্ষা-২০১৫ এর ফলাফল প্রকাশিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এ কে আজাদ উপাচার্যের দায়িত্বে থাকা উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমানের নিকট আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন।

এসময় সেখানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, দায়িত্বপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক রবিউল ইসলাম, আরিফ মোল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এ কে আজাদ লাভলু, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রকাশিত ফলাফলে ফাজিল দ্বিতীয় বর্ষের (অনিয়মিত) পরীক্ষায় পাসের হার ৮২.০৫ শতাংশ, তৃতীয় বর্ষ-২০১৬ এ ৯৯.০৭ শতাংশ, তৃতীয় বর্ষ-২০১৭ এ ৯৯.০৮ শতাংশ, চতুর্থ বর্ষে ৯৮.৫৭ শতাংশ এবং চতুর্থ বর্ষের (মান উন্নয়ন) পাসের হার ৩৮.৩০ শতাংশ বলে জানা গেছে।

ফাজিল পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.iu ac.bd) এ পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, ফাজিল (স্নাতক) দ্বিতীয় বর্ষে (অনিয়মিত) মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭৮ জন, তৃতীয় বর্ষ-২০১৬ এ ৬৪৫, তৃতীয় বর্ষ-২০১৭ এ ৭৬১, চতুর্থ বর্ষে ৯১২, চতুর্থ বর্ষ মান উন্নয়নে ৪৭ জন পরীক্ষার্থী ছিল।

এদের মধ্যে দ্বিতীয় বর্ষ (অনিয়মিত) এ ৬৪ জন, তৃতীয় বর্ষ-২০১৬ এ ৬৩৯, তৃতীয় বর্ষ-২০১৭ এ ৭৫৪, চতৃর্থ বর্ষ-৮৯৯ জন, চতুর্থ বর্ষ মান উন্নয়ন পরীক্ষায় ১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।  

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।