ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবি’র নতুন ট্রেজারার কামালউদ্দিন আহমেদ 

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
জবি’র নতুন ট্রেজারার কামালউদ্দিন আহমেদ 

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ। 

বুধবার (২৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫-এর ধারা ১২ (১) অনুসারে অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদকে জগন্নাথ বিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হলো।

এ পদে তার নিয়োগের মেয়াদকাল ৪ বছর। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫-এর ধারা ১২’র উপধারা ৪, ৫, ৬, ৭ ও ৮ অনুযায়ী ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন কামালউদ্দিন আহমেদ।

এর আগে অধ্যাপক কামালউদ্দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। সর্বশেষ কামালউদ্দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব মডার্ন ল্যাংগুয়েজের অধ্যাপক (চুক্তিবদ্ধ) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯ 
কেডি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।