ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির ৫২তম সমাবর্তনের কস্টিউম বিতরণ শুক্রবার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৯
ঢাবির ৫২তম সমাবর্তনের কস্টিউম বিতরণ শুক্রবার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন আগামী ৯ ডিসেম্বর (সোমবার) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে  শুক্রবার (৬ ডিসেম্বর)  আমন্ত্রণপত্র ও একাডেমিক কস্টিউম বিতরণ শুরু হবে। চলবে শনিবার (৭ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত। এবং ৯ ডিসেম্বর দুপুর দেড়টা থেকে রাত ৮টা পর্যন্ত কস্টিউম ফেরত নেওয়া হবে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক পরিষদের সদস্য, শিক্ষক, এফিলিয়েটেড কলেজ ও ইনস্টিটিউটের অধ্যক্ষ/পরিচালক এবং অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদকদের কস্টিউম বিতরণ করা হবে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের কস্টিউম বিতরণ করা হবে কলা অনুষদ, কার্জন হল, বিজনেস স্টাডিজ অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে।

এছাড়া সমাবর্তনে অংশগ্রহণকারী অধিভুক্ত সরকারি সাত কলেজের গ্র্যাজুয়েটদের কস্টিউম স্ব স্ব কলেজ থেকে বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।