ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শিক্ষা

রাজশাহীতে বৃত্তি পেলো ২৩১ শিক্ষার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
রাজশাহীতে বৃত্তি পেলো ২৩১ শিক্ষার্থী টাকার চেক গ্রহণ করেছে শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী জেলা পরিষদ থেকে শিক্ষাবৃত্তি পেয়েছে ২৩১ জন শিক্ষার্থী।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মুনসুর রহমান।

অনুষ্ঠানে জেলা ও মহানগরীর মাধ্যমিক পর্যায়ের ১২০, উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২৪ এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ৮৭ জন শিক্ষার্থীর মধ্যে মোট ৬ লাখ ৬৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে তিন হাজার এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে চার হাজার টাকার করে চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. মুনসুর রহমান বলেন, বৃত্তির টাকার পরিমাণ খুব কম। কিন্তু মনে রাখতে হবে, সবাই এটা পায়নি। যারা মেধাবী কেবল তারাই পেয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার।

তিনি বলেন, প্রতিবছরই জেলা পরিষদ শিক্ষাবৃত্তি দিয়ে আসছে। ভবিষ্যতে মেধাবী শিক্ষার্থীদের আরও কীভাবে সহায়তা করা যায় সে ব্যাপারে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা করবেন।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব অনুষ্ঠান পরিচালনা করেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-৩ নার্গিস আক্তার, জেলা পরিষদ সদস্য আবুল ফজল প্রামাণিক ও গোলাম মোস্তফা।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।