বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ঢাবি অর্ডার, ১৯৭৩-এর ১ম স্ট্যাটিউটস-এর ১৮(১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ১১ ডিসেম্বর তাকে এ নিয়োগ দেন।
অধ্যাপক মজিবুর রহমান ঢাবির বর্তমান মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগ থেকে প্রথম শ্রেণিতে অনার্স ও অণুজীব বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্সে উত্তীর্ণ হন। কমনওয়েলথ স্কলারশিপের মাধ্যমে যুক্তরাজ্য থেকে পিএইচডি অর্জন করেন। তিনি জার্মানি, ভিয়েনা ও সর্বশেষ ইউনাইটেড নেশন ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টোরাল ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
এসকেবি/এএটি