ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

শিক্ষা

সিলেটে মুক্তিযুদ্ধের বই পড়বে সহস্রাধিক শিক্ষার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৮, ডিসেম্বর ১৮, ২০১৯
সিলেটে মুক্তিযুদ্ধের বই পড়বে সহস্রাধিক শিক্ষার্থী

সিলেট: নতুন প্রজন্মের কাছে মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে ২০০৬ সাল থেকে কাজ করছে ইনোভেটর।

‘জ্ঞানের আলোয় অবাক সূর্যোদয়/এসো পাঠ করি/বিকৃতির তমসা থেকে/আবিষ্কার করি স্বাধীনতার ইতিহাস’-স্লোগানে এবারের বই পড়া উৎসবে সহযোগিতা করছে সিলেট জেলা পরিষদ।
 
আগামী শনিবার (২১ ডিসেম্বর) বিকেল ৩টায় নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে তিন মাসব্যাপী বই পড়া উৎসবের সূচনা হবে।

এবারের আয়োজনে মুক্তিযুদ্ধের বই পড়া উৎসবে সিলেটে অংশ নেবে এক হাজার ৭ জন শিক্ষার্থী। ওইদিন আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হবে মুক্তিযুদ্ধের বই।
 
তরুণ প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার প্রত্যয়ে ইনোভেটরের উদ্যোগে বই পড়া উৎসবের ত্রয়োদশ আসর এটি।
 
আয়োজক সূত্রে জানা গেছে, বই পড়া উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। এতে সিলেট নগরের পাশাপাশি বিভিন্ন জেলা ও উপজেলার শিক্ষার্থীরাও নাম নিবন্ধন করেছেন। সাধারণ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ইংরেজি মাধ্যম স্কুল, মাদ্রাসা, প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীরা রয়েছে।
 
বই পড়া উৎসবের উদ্যোক্তা ইনোভেটর প্রধান রেজওয়ান আহমদ ও প্রণবকান্তি দেব জানান, মুক্তিযুদ্ধের ইতিহাস জানার প্রতি তারুণ্যের এ আগ্রহ-উচ্ছ্বাস আমাদের আশাবাদী করে।
 
তারা জানান, মোট ৯৯টি শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার ৭০০ জন শিক্ষার্থী এবার বই পড়ার মহোৎসবে অংশ নিচ্ছে। তারা উৎসব সফলে সবার সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ০২১১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।