ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঢাবি ‘গ’ ইউনিট

পুনঃভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১১
পুনঃভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১২ শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটের পুনঃভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার  সন্ধ্যায় এ ফলাফল  প্রকাশিত হয়।



গত ২০ ডিসেম্বর অনুষ্ঠিত পুনঃভর্তি পরীক্ষায় ২৫ হাজার ৭৪৮ জন অংশগ্রহণকারীর মধ্যে ৩ হাজার ৩৯৬ জন (১৩.১৯ শতাংশ) উত্তীর্ণ হয়।

২০১১-২০১২ শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ৮টি বিভাগে ১ হাজার ৭৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।     

ফলাফল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.du.ac.bd এবং ’গ’ ইউনিটের ওয়েবসাইট http://gaunit.univdhaka.edu তে দেখা যাবে।

তাছাড়া, মোবাইল (রবি, বাংলালিংক, সিটিসেল ও এয়ারটেল) ফোনে ফলাফল জানতে চাইলে ম্যাসেজ অপশনে গিয়ে DU GA টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে।

ভর্তি সংক্রান্ত পরবর্তী করণীয় বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
                       

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।