রোববার (২৯ ডিসেম্বর) প্রকাশিত যশোর বোর্ডের এইচএসসি পরীক্ষা ২০১৯ এর মেধা বৃত্তির তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
শেখ শাকিল হোসেন সাতক্ষীরা সদরের ফিংড়ি ইউনিয়নের জোড়দিয়া গ্রামের শেখ জামায়েত হোসেন ও বিউটি খাতুন দম্পতির ছেলে।
শাকিল এর আগে ২০১১ সালে প্রাথমিক শিক্ষা সমাপনীতে জিপিএ-৫ সহ মেধা বৃত্তি লাভ করে। একইভাবে ২০১৪ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) জিপিএ ৫ সহ ট্যালেন্টপুল বৃত্তি লাভ করে এবং ২০১৭ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায়ও জিপিএ-৫ পায়।
শাকিল ২০১৮ সালে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় জেলার ‘সেরা মেধাবী’র স্বীকৃতি লাভ করে।
বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে অধ্যয়নরত শাকিল সবার কাছে দোয়া প্রার্থী।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
আরএ