ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

শিক্ষা

স্কুল-কলেজে সাউন্ড সিস্টেমেও জাতীয় সঙ্গীত পরিবেশন করা যাবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
স্কুল-কলেজে সাউন্ড সিস্টেমেও জাতীয় সঙ্গীত পরিবেশন করা যাবে

ঢাকা: মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে অ্যাসেম্বলি (সমাবেশ) করা না গেলে শ্রেণি কার্যক্রম শুরুর আগে কেন্দ্রীয় সাউন্ড সিস্টেমের মাধ্যমে সব শ্রেণিকক্ষে একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশনের নির্দেশ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে দেশের সব সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ ও সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধানদের এ নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছে।
 
চিঠিতে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে (মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ) অ্যাসেম্বলি আয়োজন ও সেখানে জাতীয় সঙ্গীত পরিবেশনের নির্দেশ দেওয়া রয়েছে।



চিঠিতে আরও লেখা হয়েছে, ‘যে সব শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি করা নিতান্ত অসম্ভব, সে সব প্রতিষ্ঠান প্রধানকে শ্রেণি কার্যক্রম শুরুর পূর্বে কেন্দ্রীয় সাউন্ড সিস্টেম ব্যবহার করে সব শ্রেণিকক্ষে একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন ও তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ’

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০ 
এমআইএইচ/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।