ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বরিশালে জেএসসি পুনঃনিরীক্ষণে জিপিএ ৫ পেলো ৪৩ শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
বরিশালে জেএসসি পুনঃনিরীক্ষণে জিপিএ ৫ পেলো ৪৩ শিক্ষার্থী

বরিশাল: বরিশাল শিক্ষা বোর্ডে জেএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন করে নতুন করে জিপিএ ৫ পেয়েছে ৪৩ জন পরীক্ষার্থী। এছাড়াও ফেল থেকে পাস করেছে চার পরীক্ষার্থী।

বুধবার (২৯ জানুয়ারি) বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জেএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করে।

এর আগে, ৩১ ডিসেম্বর জেএসসি-জেডিসি পরীক্ষার ফল ঘোষণা করা হয়।

বরিশাল শিক্ষা বোর্ডে জেএসসি পরীক্ষায় এবার পাসের হার ছিল ৯৭ দশমিক ০৫ শতাংশ। জিপিএ ৫ পেয়েছিল চার হাজার ৯৪৮ জন শিক্ষার্থী।

পরীক্ষার ফল প্রকাশের পর বরিশাল শিক্ষা বোর্ডে তিন হাজার আট জন পরীক্ষার্থীর চার হাজার ১৫৬টি উত্তরপত্রের পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়ার কথা জানা যায়।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।