ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক সমাপনী: ৩৭১ বিদ্যালয়ের কেউ পাস করেনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১১

ঢাকা: এবারের প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৩৭১ বিদ্যালয় থেকে কেউ পাস করতে পারেনি। যার শিক্ষার্থীও সংখ্যা ছিলো ৪ হাজার ৯৪০।

যদিও পাসের হার রেকর্ড পরিমাণ।  

এর মধ্যে বেশি ফেল করেছে আনন্দ স্কুলের শিক্ষার্থীরা। ১৭৯ টি আনন্দ স্কুল থেকে মোট তিন হাজার ৪৫৪ জন অংশ নেয়। যাদের একজন পাস করেনি।

সোমবার প্রকাশিত পাসের ফল থেকে জানা গেছে, আনন্দ স্কুলে এবার পাশের হার সবচেয়ে কম। মাত্র ৩০ শতাংশ।

ফল থেকে দেখা যায়, সরকারি প্রাথমিক সাত বিদ্যালয় থেকে ৩৭ জন কেউ পাস করেনি। এবারের পরীক্ষায় ৩৭ হাজার ১৫৬ বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা অংশ নেয়। শতকরা হারে শূন্য পাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা দশমিক শূন্য দুই।

রেজি: বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২১ টি থেকে একজনও পাস করেনি। যার পরীক্ষার্থী ছিলো ১৪৭ জন।

১১ হাজার ২৩০ কিন্ডারগার্টেন থেকে পরীক্ষায় অংশ নিলেও ২২ কিন্ডারগার্টেন থেকে কেউ পাস করেনি। এখান থেকে ৮১ জন পরীক্ষা দিয়েছিলো।

এনজিও চালিত ১০৪ বিদ্যালয় থেকে এক হাজার ৫২ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই ফেল করেছে।

প্রাথমিক সমাপনী পরীক্ষায় ১১ কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় থেকে একজনও পাস করেনি।

আর নন রেজি: বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৭টি থেকে যত শিক্ষার্থী অংশ নিয়েছে সবাই ফেল করেছে।


বাংলঅদেশ সময়: ১৭১৮ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।