ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

নকলের দায়ে এসএসসির ৫ পরীক্ষার্থী বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২০
নকলের দায়ে এসএসসির ৫ পরীক্ষার্থী বহিষ্কার

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলায় এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় নকল করার অপরাধে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 

রোববার (৯ ফেব্রুয়ারি) পরীক্ষা শুরুর পর সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে একজন, ভরতকাঠি জি আর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে দু’জন ও নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে দু’জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন বাংলানিউজকে জানান, এদিন এসএসসির (ভোকেশনাল) গণিত ও দাখিলে আরবী দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

নকলে দায়ে তিনটি কেন্দ্রের মোট পাঁচজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।   

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২০
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।