ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাবি উপাচার্যের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
রাবি উপাচার্যের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফার্নহোল্জ। 

রোববার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি।

মতবিনিময়কালে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদের জার্মান বিশ্ববিদ্যালয়ে পঠন-পাঠনের সুযোগ সম্পর্কে আলোচনা করেন।

এসময় রাষ্ট্রদূত সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।  

এসময় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেজের পরিচালক প্রফেসর মো. শহীদুল্লাহ, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রফেসর রকীব আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ের আরকাইভস ও ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেজ পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।