ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

যুবাদের বিশ্বকাপ জয়ে বশেফমুবিপ্রবি উপাচার্যের অভিনন্দন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
যুবাদের বিশ্বকাপ জয়ে বশেফমুবিপ্রবি উপাচার্যের অভিনন্দন

ঢাকা: ভারতকে হারিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ান হওয়ায় বাংলাদেশ যুবাদের অভিনন্দন জানিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। 

রোববার (০৯ ফেব্রুয়ারি) রাতে এক বিবৃতিতে এ অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে জয়ের এ ধারা অব্যাহত রেখে ভবিষ্যতে খেলোয়াড়রা ক্রিকেটে এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অধ্যাপক সামসুদ্দিন।

 

তিনি বলেন, ‘ভারতকে হারিয়ে বাংলাদেশের যুব ক্রিকেট দল বীরের বেশে বিশ্বকাপ অর্জন করেছে। যেকোনো ফরম্যাটে এটাই প্রথম বিশ্বকাপ। এ জয় দিয়ে ক্রিকেট বিশ্বে উজ্জ্বল ভবিষ্যতের কথাটাই দারুণভাবে জানিয়ে দিল নতুন প্রজন্মের খেলোয়াড়রা।  

‘এই জয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, ম্যানেজার এবং সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাই। ’

অধ্যাপক ড. সামসুদ্দিন আহমেদ বলেন, ক্রিকেটের উন্নয়নে শেখ হাসিনা সরকার নানা ধরনের উদ্যোগ নিয়েছে। আশা করি ক্রিকেটাররা আজকের মতো এ খেলোয়াড়ি মনোভাব ধরে রেখে ভবিষ্যতেও এগিয়ে যাবে। তুলে ধরবে বাংলাদেশের লাল-সবুজের পতাকা।

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতীয় যুবাদের ৩ উইকেটে হারিয়ে ইতিহাসে নাম লেখায় বাংলাদেশের যুবারা।
 
বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এমএ/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।