ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবির ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
ঢাবির ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলে

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): আগামী শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কোন পদ্ধতিতে হবে সেই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় নির্ধারিত হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ‘সমন্বিত ভর্তি পরীক্ষায় ঢাবির অংশগ্রহণে সম্মতি’ এমন সংবাদ প্রকাশের পর জানতে চাইলে উপাচার্য বাংলানিউজের কাছে এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সভায় অংশগ্রহণ করেছি।

সেখানে সমন্বিত ভর্তি পরীক্ষা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপকদের পর্যবেক্ষণ তুলে ধরেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু স্বতন্ত্র দিক আছে। এ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হবে তা ঠিক করে একাডেমিক কাউন্সিল। আমরা আগামী ভর্তি পরীক্ষার বিষয়ে একাডেমিক কাউন্সিলের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত দেবো।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।