ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শিক্ষা

ধর্ষণে অভিযুক্ত রাবি ছাত্রকে আজীবন বহিষ্কারের দাবি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
ধর্ষণে অভিযুক্ত রাবি ছাত্রকে আজীবন বহিষ্কারের দাবি

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মাহফুজুর রহমান সারদকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।  বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান। 

কর্মসূচিতে শিক্ষার্থীরা কয়েকটি দাবি জানান, বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেলের কার্যকারিতা বৃদ্ধি, অপরাধী যাতে আইনের ফাঁক-ফোকর দিয়ে বেরিয়ে আসতে না পারে তা নিশ্চিত করা, নারীবান্ধব ক্যাম্পাস নিশ্চিতকরণ, বহিরাগতদের চলাচল নিয়ন্ত্রণ এবং ক্যাম্পাসে মোটসাইকেলের সর্বোচ্চ গতিসীমা ২০ কিলোমিটার করা।

মানববন্ধনে বক্তারা বলেন, মেয়েদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব রাষ্ট্রের।

অথচ নিরাপত্তার জন্য মেয়েদের আজ রাস্তায় নামতে হচ্ছে। আজকাল অনেকে মেয়েদের পোশাককে ধর্ষণের কারণ দাবি করছেন। এর মাধ্যমে প্রাকারান্তে ধর্ষকদের অপরাধকে খাটো করে দেখা হচ্ছে। মেয়েরা ঘরে বাইরে কোথাও নিরাপদ নয়। এসময় বক্তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘ড্রেসআপ ভালো না, ধর্ষণ জাস্টিফাইড?’, ‘যৌন নিপীড়ন সেল কার্যকর চাই’, ‘মুজিব বর্ষে হোক অঙ্গীকার, আর নয় ধর্ষণ নিপীড়ন’, ‘ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড’ ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।