ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীদের সেতুমন্ত্রীর আশ্বাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
বশেমুরবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীদের সেতুমন্ত্রীর আশ্বাস

গোপালগঞ্জ: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মন্ত্রী গোপালগঞ্জ সার্কিট হাউজ থেকে টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে যাওয়ার পথে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনের সড়কে গাড়িবহর থামিয়ে দেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউ‌জি‌সি) থেকে ইতিহাস বিভাগের অনুমোদন না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ৮ম দিনের মতো আন্দোলন করছেন বশেমুরবিপ্রবি’র শিক্ষার্থীরা।

তাদের আন্দোলনে উত্তাল রয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদালয়ের সব ধরনের ক্লাস ও ল্যাব পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা। একই সঙ্গে প্রশাসনিক কার্যক্রমও বন্ধ করে দিয়েছে তারা। প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা মেরে দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ রয়েছে।
 
শিক্ষার্থীরা জানিয়েছে, ইতিহাস বিভাগের অনুমোদন দেওয়াসহ যৌক্তিক দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
গত ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি এক সভায় বিশ্ব‌বিদ্যালয়টিতে ইতিহাস বিভাগের অনুমোদন না দিয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ প্রদান করায় শিক্ষার্থীরা আন্দোলনে নামে। ২০১৭-১৮ শিক্ষা বর্ষ থেকে এ বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। বর্তমানে এ বিভাগটিতে ৪১৩ জন শিক্ষার্থী অধ্যয়নরত। কিন্তু এ বিভাগটি ইউজিসি থেকে অনুমোদন না নেওয়ায় ইউজিসি এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।