ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শিক্ষা

আনন্দ-উচ্ছ্বাসে উদযাপিত আইইউবিএটির অ্যালামনাই ডে

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
আনন্দ-উচ্ছ্বাসে উদযাপিত আইইউবিএটির অ্যালামনাই ডে আনন্দ-উচ্ছ্বাসে আইইউবিএটির অ্যালামনাই ডে উদযাপিত

ঢাকা: আনন্দ-উচ্ছ্বাসে মধ্য দিয়ে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) অ্যালামনাই ডে-২০২০ উদযাপন করা হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) আইইউবিএটি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) আইইউবিএটির অ্যালামনাই ডে-২০২০ উদযাপনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রায় তিন হাজার প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আইইউবিএটির দৃষ্টি নন্দন ক্যাম্পাসে অ্যালামনাই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুর রব।

এদিন গান, আড্ডা, গল্পে উৎসব মুখর পরিবেশ মুখরিত ছিল গোটা ক্যাম্পাস।  

বিকেলে আইইউবিএটির উপাচার্য প্রফেসর ড. আবদুর রবের সভাপতিত্বে পুনর্মিলনীতে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, আইইউবিএটি প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাই অফিসের পরিচালক এ কে এম শরফুদ্দীন ও ৯৬ ব্যাচের অ্যালামনাই সুলতান মঈন আহমেদ।

সাংস্কৃতিক সন্ধ্যায় গান গেয়ে মাতিয়ে রাখেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান ও আঁখি আলমগীর।

আইইউবিএটির অ্যালামনাই ডে ২০২০ এর স্পন্সর হিসেবে ছিল ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া, কেসিও ওভারসিস এডুকেশন, এমকে শিপিং লাইন, বালিসিরা রিসোর্ট এবং মিডিয়া পার্টনার হিসেবে থাকছে এটিএন বাংলা, কালের কন্ঠ, বাংলানিউজটোয়েন্টিফোর.কম ও দ্যা বিজনেস।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।