ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চট্টগ্রাম বোর্ডে সেরা ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১

চট্টগ্রাম: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে প্রথম স্থান লাভ করেছে  ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়।

এবার এ প্রতিষ্ঠান থেকে ৩১৯ ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশ করেছে।

এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৯৩ জন।

গত বছর জেএসসি পরীক্ষায় এ প্রতিষ্ঠান ছিল চট্টগ্রাম বোর্ডে ২য়।

বুধবার দুপুরে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযুষ দত্ত আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

এদিন সকাল থেকেই শিক্ষার্থীরা তাদের মা-বাবাকে নিয়ে স্কুলে আসতে থাকে। কেউ কেউ ইন্টারনেন্ট আর মুঠোফোনে চেষ্টা করছেন ফল জানতে।

ফিরতি ক্ষুদে বার্তার ‘টিং টিং’ শব্দে উল্লসিত হয়ে একজন আরেকজনকে জানিয়ে দিচ্ছেন নিজেদের সাফল্যের বার্তা।
 
পরে স্কুল কর্তৃপক্ষ ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই তারা ঢাক-ঢোল বাজিয়ে আশপাশের সবাইকে জানিয়ে দেয় তাদের প্রথম হওয়ার খবর।

জিপিএ -৫ পাওয়া তানজিম মাওলা খুশিতে কথাই বলতে পারছিলেন না।

তিনি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমার এ  ফলের পেছনে মায়ের অবদান সবচেয়ে বেশি। তিনি আমাকে প্রতিদিন বিকেলে পড়াতে নিয়ে বসতেন। আর কোচিং, ক্লাসে যা পড়ানো হয়েছে তা পরখ করতেন। শিক্ষকসহ সকলের প্রতি আমি কৃতজ্ঞ। ’

প্রতিষ্ঠানটি বোর্ডে সেরা হওয়ায় ছাত্রীসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা ইসমত জাহান।

তিনি বাংলানিউজকে বলেন,‘শিক্ষার্থীদের পরিশ্রম শিক্ষক-শিক্ষিকাদের সঠিক নিদের্শনায় এ ফল সম্ভব  হয়েছে। ভবিষতে এ স্থান ধরে রাখাটা একটা চ্যালেঞ্জ হয়ে থাকলো। আর পেছানোর কোনও সুযোগ নেই।

তিনি ছাত্রীদের সাফল্যের কথা উল্লেখ করে বলেন, বিভিন্ন ধরনের মডেল টেস্ট এবং দুর্বল ছাত্রীদের জন্যে আলাদা কেয়ারের ব্যবস্থা করা হয়। যা তাদের পরীক্ষা ভীতি দূর করে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা,ডিসেম্বর ২৮,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।