ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

শিক্ষা

ছুরিকাঘাতে ঢাকা কলেজের ৫ ছাত্র আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
ছুরিকাঘাতে ঢাকা কলেজের ৫ ছাত্র আহত

ঢাকা: রাজধানীর সাইন্স ল্যাবরেটরি এলাকার সিটি কলেজের সামনে ছুরিকাঘাতে ঢাকা কলেজের ৫ ছাত্র আহত হয়েছে।

আহতদের দাবি, সিটি কলেজের কয়েকজন ছাত্র তাদের উপর হামলা করে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।

আহতরা সবাই ঢাকা কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের ছাত্র। আহতরা হলেন- তামিম আহমেদ সোয়াত, নেহাল আহমেদ, রাহাদ মাহফুজ, সাফওয়ান সাফি ও তানভির।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আহতদের ৫ জনকে তাদের সহপাঠীরা উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসে। এদের মধ্যে নেহালের অবস্থা গুরুতর হলে তাকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার পায়ে, সোয়াতের এবং রাহাতের পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।

ছাত্রদের দেখতে ঢাকা কলেজের অধ্যক্ষ নেহাল আহমেদ মেডিক্যালে ছুটে আসেন। তিনি বাংলানিউজকে বলেন, আমি বাইরে ছিলাম। সংবাদ পেয়ে আমার ছাত্রদের দেখতে এসেছি। তবে যতটুকু জানতে পেরেছি কলেজ ছুটির সময় বাসায় ফেরার পথে সিটি কলেজের সামনে তারা হামলার শিকার হয়। এতে আমার ৫ ছাত্র আহত হয়েছে। এদের মধ্যে নেহালের অবস্থা গুরুতর।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
এজেডএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।