ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

শিক্ষা

কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিচ্ছে সরকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিচ্ছে সরকার

হবিগঞ্জ: শিগগিরই হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজকে সরকারিকরণ করা হবে বলে জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কলেজটির গভর্নিং সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।  

আবু জাহির বলেন, বর্তমান সরকার জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করতে চায়।

সেজন্য সারা দেশে কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান- তথ্য প্রযুক্তির ভালো দিক গ্রহণ করে খারাপ দিকগুলো বর্জন করতে হবে।  

কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান, আব্দুল্লাহ সরদার প্রমুখ।
 
অনুষ্ঠানে দুই সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
 
কলেজ কর্তৃপক্ষ জানায়, ১৯৭৩ সালে প্রতিষ্ঠার পর থেকে এলাকার শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ। বর্তমানে কলেজটিতে প্রায় তিন হাজার ছাত্র-ছাত্রী অধ্যয়নরত। শিক্ষক-শিক্ষিকা রয়েছেন ৪৫ জন। পাঁচটি বিষয়ে অনার্স (সম্মান) কোর্স চালুসহ প্রতিষ্ঠানটিতে রয়েছে ডিগ্রি পাস কোর্স।  
 
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।