ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

শিক্ষা

মুজিববর্ষেই বেতন পরিশোধের দাবি ইবতেদায়ি শিক্ষকদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, মার্চ ৪, ২০২০
মুজিববর্ষেই বেতন পরিশোধের দাবি ইবতেদায়ি শিক্ষকদের

ঢাকা: মুজিববর্ষে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ ও বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতি।

বুধবার (০৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  

শিক্ষক সমিতির সভাপতি কাজী ফয়জুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদরাসা শিক্ষক নেতা আবুল কাশেম, রাফিউল ইসলাম, আব্দুর রাজ্জাক।

মানববন্ধনে ‘চাকরি আছে বেতন নাই, এমন কোনো দেশ নাই’, ‘মধ্যম আয়ের বাংলাদেশে, ইবতেদায়ি ফকির বেশে’ শিরোনামে প্ল্যাকার্ড নিয়ে কয়েক শতাধিক মাদরাসা শিক্ষক অংশ নেন।

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী ফয়জুর রহমান বলেন, আমাদের দাবি একটাই, মুজিববর্ষের আগেই শিক্ষকদের বেতন দিতে হবে।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে মাদরাসা শিক্ষকরা সবসময় সহযোগিতা করে যাচ্ছে। এ সরকার শিক্ষকবান্ধব সরকার। আশা করি, মুজিববর্ষেই তিনি শিক্ষকদের দাবি মেনে নেবেন।

দাবি মানা না হলে টানা রাজপথে অবস্থান করার হুমকি দেন এ শিক্ষক নেতা।  

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
টিএম/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।