ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

শিক্ষা

মানবকল্যাণে উদ্ভাবন হোক মুজিববর্ষের অঙ্গীকার: ড. সাজ্জাদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৩ ঘণ্টা, মার্চ ৫, ২০২০
মানবকল্যাণে উদ্ভাবন হোক মুজিববর্ষের অঙ্গীকার: ড. সাজ্জাদ

পটুয়াখালী: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বলেছেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন করছি। মুজিববর্ষে আমাদের অঙ্গীকার হোক অন্যদের অনুকরণ নয়, নতুন কিছু উদ্ভাবনের। যা মানুষের কল্যাণে কাজে দেবে। 

বুধবার (০৪ মার্চ) বিকেলে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ‘মুজিব ১০০ আইটি কার্নিভাল ২০২০’ শীর্ষক আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষাবিদ ড. সাজ্জাদ বলেন, মুজিববর্ষে আমরা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে তার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো।

তিনি ছিলেন লিডার অব দ্য লিডার ছিলেন, কিং অব দ্য কিং। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালি জাতির সম্পদ।  

‘বর্তমানে আমাদের আরেক সম্পদ রয়েছে। তিনি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সম্পদ আছে বলেই আমরা এখন পৃথিবীতে রোল মডেল। এক সময় আমাদের তলাবিহীন ঝুঁড়ি বলা হতো, এখন আমাদের পেছনে পেছনে অনেকেই আসছেন। আমি বিশ্বাস করি বাংলাদেশ উন্নত বিশ্বে পরিণত হবে এবং আজকের শিক্ষার্থীরাই তা করবে। ’

বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানির পরিচালক তথ্যপ্রযুক্তিবিদ ড. সাজ্জাদ হোসেন বলেন, মুজিববর্ষে একটাই অঙ্গীকার হতে পারে, তা হচ্ছে আমরা কোনো অনুকরণ করবো না, উদ্ভাবন করবো। যা জনগণের কল্যাণ কোজে দেবে।  

‘জনগণের সমস্যার সমাধান করতে হবে, দেশের সমস্যা সমাধান করতে হবে, গবেষণা করতে হবে। তা অবশ্যই মানসম্মত। এ বিশ্ববিদ্যালয়কে ভূমিকা রাখতে হবে। ’ 

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের ফ্রেমওয়ার্ক করে দিয়েছেন। সে অনুযায়ী তার সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশের, সোনার বাংলার।  

‘বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা যার আধুনিক রূপ হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরিকল্পনায় ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তব। এই বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, আমি তা বিশ্বাস করি। কারণ সবকিছু প্রযুক্তিনির্ভর হয়ে পড়বে। আর এটা হলে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। ’

অধ্যাপক ড. সাজ্জাদ বলেন, আমার বাংলাদেশ নিয়ে আমি কখনও হতাশ হই না। কারণ আমরা সঠিক নেতৃত্বে আছি, সঠিক পথে আছি, আমরা অপ্রতিরোধ্য বাংলাদেশে আছি। যে বাংলাদেশে আমাদের তরুণরাই শক্তি, যে বাংলাদেশে মেধাবীরাই শক্তি। এ তরুণেরা গড়ে তুলবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. হারুন-অর-রশিদ। আর পবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী ও বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. এস এম তৌহিদুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপাচার্য ড. মো. হারুন-অর-রশিদকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ড. সাজ্জাদ হোসেন।

বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।