ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

শিক্ষা

জাবিতে আন্দোলনকারীদের নতুন কর্মসূচি ঘোষণা

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, মার্চ ৫, ২০২০
জাবিতে আন্দোলনকারীদের নতুন কর্মসূচি ঘোষণা সংবাদ সম্মেলনে জাবির উপাচার্য বিরোধী আন্দোলনকারীরা। ছবি: বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন উপাচার্য বিরোধী শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুর সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’র সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন।

নতুন কর্মসূচির মধ্যে রয়েছে ৬ই মার্চ দুপুর ৩টায় প্রতিবাদী সমাবেশ, ৮ ও ৯ মার্চ গণ সংযোগ ও প্রচারণা এবং ১০ই মার্চ বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে প্রতিবাদী পতাকা মিছিল।

সংবাদ সম্মেলনে অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘দুর্নীতির তদন্তে রাষ্ট্রীয় নির্লিপ্ততায় উপাচার্য আবারো উন্নয়নের মহা-পরিকল্পনা লঙ্ঘন করেছেন। এতে দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের নীতিও প্রশ্নবিদ্ধ হচ্ছে। ’

এর আগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরমানুল ইসলাম খান বলেন, ‘কোনো বিচার না হওয়ায় জাবিতে উপাচার্য এখন দুর্নীতির মেলা বসিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ১৮ শিক্ষক এবং বিভিন্ন অফিসে প্রায় ২০ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগে প্রায় দেড় কোটি টাকার আর্থিক লেনদেনের গুঞ্জন উঠেছে। এছাড়া ছ’টি নতুন হলের টেন্ডার প্রক্রিয়ায় প্রায় সাড়ে ২২ কোটি টাকা সংগ্রহ ও ছাত্রলীগ নেতাদের হলে টাকা পৌঁছে দেওয়ার আলামত আছে। পরিবহন অফিসের দায়িত্বশীল শিক্ষকের বিরুদ্ধেও বিশাল অংকের আর্থিক দুর্নীতিতে সম্পৃক্ততা রয়েছে। ’

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রাব্বানীর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি স্ট্যাটাস উদ্ধৃতি দিয়ে আন্দোলনকারীরা বলেন, ‘উপাচার্যের দুর্নীতিতে ছাত্রলীগের সংশ্লিষ্টতার পাশাপাশি আওয়ামী লীগের উচ্চপদস্থ নেতাদের যোগসাজশ রয়েছে এবং আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ভাগ্নে টাকার বিনিময়ে ঠিকাদারির কাজ পেয়েছেন। এ সংক্রান্ত একটি কল লিস্টও ফেসবুকে ফাঁস হয়েছে। ’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মিখা পীরেগু, সাধারণ সম্পাদক রাকিবুল রনি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্ক্সবাদী) সভাপতি মাহথির মোহাম্মাদ, সাধারণ সম্পাদক সুদীপ্ত দে, সাংস্কৃতিক জোটের সভাপতি দীপঙ্কর দীপ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।