ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

শিক্ষা

জাবি দর্শন ছাত্র সংসদের ভিপি টিটু, জিএস রিহান

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
জাবি দর্শন ছাত্র সংসদের ভিপি টিটু, জিএস রিহান

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন ছাত্র সংসদের ২০২০ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী আরিফুল ইসলাম টিটু এবং সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম রিহান।

সোমবার (০৯ মার্চ) রাতে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিভাগের সহযোগী অধ্যাপক শওকত হোসেন।

নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হয়েছেন বিভাগের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী রুদ্র আজাদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ফয়সাল আহমেদ রুদ্র, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মীর হাসিবুল হাসান রিশাদ, সাংস্কৃতিক সম্পাদক সুলতানা রাজিয়া শান্তা, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাজিদ হাসান সৌরভ, পাঠাগার সম্পাদক মাইদুল ইসলাম সাদ, সহ-পাঠাগার সম্পাদক মিয়া মো. মাশরেকুল করিম, ক্যারিয়ার বিষয়ক সম্পাদক নিশাত ফৌজিয়া মৌমী, সহ-ক্যারিয়ার বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক হাফিজ আল আসাদ, সহ-সমাজকল্যাণ সম্পাদক শাহরিয়ার আলম ইফাজ, দপ্তর সম্পাদক শিফাত হাসান, সহ-দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক নিশাত, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম সৌরভ।

এছাড়া কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন রাসেল আহমেদ, সঞ্জিত কুমার মাহাতো, আবু সায়েম বাঁধন, মোসাদ্দেকুর রহমান ও আমিনুর রহমান।

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।