ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

শিক্ষা

১৮ মার্চ থেকে বন্ধ হচ্ছে জাবি, হল পরেরদিন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
১৮ মার্চ থেকে বন্ধ হচ্ছে জাবি, হল পরেরদিন

জাবি: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বাংলানিউজকে নিশ্চিত করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নুরুল আলম।

তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া ১৯ মার্চ সকাল ১১টার মধ্যে সব শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগ করার নির্দেশের কথাও জানান তিনি।

প্রশাসনিক কার্যক্রম চলবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ২২ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি সার্ভিসগুলো (বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট) চালু থাকবে।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।