ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

শিক্ষা

করোনা সতর্কতায় বন্ধ ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
করোনা সতর্কতায় বন্ধ ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবি: বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণরোধে সতর্কতামূলক সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ ঘোষণা করা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। আগামী ১৮ মার্চ (বুধবার) থেকে ৩১ মার্চ পর্যন্ত ইবির সব একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলসমূহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণরোধে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম (ক্লাস-পরীক্ষা) ও আবাসিক হলসমূহও ১৮ মার্চ থেকে ৩১ মার্চ বন্ধ থাকবে।

তবে প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বাংলানিউজকে বলেন, জাতীয় সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে আমাদের বিশ্ববিদ্যালয়ও বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।