ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

শিক্ষা

এক যুগ পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল বন্ধের ঘোষণা দিল প্রশাসন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এক যুগ পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল বন্ধের ঘোষণা দিল প্রশাসন

ঢাকা বিশ্ববিদ্যালয়: বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা-গ্রন্থাগারের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে আগেই। এবার আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শিক্ষার্থীদের শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ৬ টার মধ্যে হল ছাড়তে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিন্ডিকেট সদস্য ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক হুমায়ুন কবির বাংলানিউজকে এ তথ্য জানান।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলেও আবাসিক হলগুলো খোলা রাখা হতো। সর্বশেষ ঢাবির হল বন্ধ ঘোষণা করা হয়েছিল ২০০৭ সালের ২১ আগস্ট কেন্দ্রীয় খেলার মাঠে সেনাবাহিনী ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার পর।

আরও পড়ুন>> করোনা: ১৮ থেকে ২৮ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ

বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্য সেন হলের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মোতালেব বাংলানিউজকে জানান, এ ঘটনার পর থেকে আর ঢাবির হল বন্ধ ঘোষণা করা হয়নি। এবার করোনার কারণে হল খালি করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

অপরদিকে বিশ্ববিদ্যালয়েন ক্লাস পরীক্ষা বন্ধের ছুটি ২৮ মার্চ থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ৩১ মার্চ করা হয়েছে সিন্ডিকেট সভায়।

আরও পড়ুন>> এবার ঢাবির গ্রন্থাগার বন্ধ ঘোষণা

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এসকেবি/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।