ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

শিক্ষা

করোনা: না’গঞ্জে কোচিং সেন্টারে তালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
করোনা: না’গঞ্জে কোচিং সেন্টারে তালা

নারায়ণগঞ্জ: সরকারি নির্দেশনা না মানায় নারায়ণগঞ্জ শহরের কলেজ রোডে অবস্থিত দু’টি কোচিং সেন্টারে তালা ঝুলিয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ওই দু’টি কোচিং সেন্টারের মালিকসহ এক শিক্ষককে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেন।

অভিযানে ‘পড়ার ঘর’ নামে একটি কোচিং সেন্টারের মালিক শিপন, পাশের একটি কক্ষে নারায়ণগঞ্জ কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক শফিকুল ইসলাম ও ‘ইউনাইটেড আইটি ট্রেনিং সেন্টারে’ শ্যামল চন্দ্রকে পৃথককে ২০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।

একই সঙ্গে সবার কাছ থেকে মুচলেকা আদায় করা হয়।

তবে করোনা ভাইরাস ঠেকাতে বাড়তি সতর্কতার জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও তা মানছেন না নারায়ণগঞ্জের কোচিং সেন্টারগুলো।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।