ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

শিক্ষা

করোনা রোধে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের পরামর্শ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
করোনা রোধে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের পরামর্শ সভা। ছবি: বাংলানিউজ

ঢাকা: বর্তমানে করোনা পরিস্থিতিতে দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের করণীয় নিয়ে পরামর্শ দিয়েছেন ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন) অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।

বুধবার (২৫ মার্চ) ইউজিসি চেয়ারম্যানের কার্যালয়ে এক সভায় তিনি কোভিড-১৯ প্রতিরোধ বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।

এতে সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।

এ সময় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন এবং সচিব (অ. দা) ড. ফেরদৌস জামান উপস্থিত ছিলেন।

সভা শেষে ইউজিসি সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে দেশবাসীকে নিজ নিজ ঘরে অবস্থান করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দিয়েছেন।

এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার করণীয় বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন ইউজিসি অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আব্দুল্লাহ। ‘তার উপদেশমূলক একটি ভিডিও এরই মধ্যে ইউজিসি ওয়েবসাইটে দেওয়া হয়েছে। আমরা আশা করছি এই ভিডিও থেকে তারা সবাই উপকৃত হবেন,’ যোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।